নেত্রকোণায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন


নেত্রকোণায় ধর্মীয় ভাবগাম্বীর্য ও বিপুল উৎসাহ উদ্দিপনায় পূজাঅর্চনা, বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা,সাস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
শ্রীকৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটি নেত্রকোনার উদ্যোগে শহরের বড়বাজার নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণে বেলা ১২টায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আখড়া প্রাঙ্গণে জন্মাষ্টমী উৎসব উদ্বোধন করেন,নেত্রকোণা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার।
এর আগে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে ৪ দিন ব্যাপী উৎসবের উদ্বোধনী আলোচনা সভায় ভগবান শ্রীকৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট জীবন কুমার সরকার ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পন্ডিতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুকময় সরকার,অতিরিক্ত পুলিশ সুপার আফিজুর রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,নির্মল কুমার দাস, নরসিংহ জিউর আখড়া কমিটির সভাপতি অজিত কুমার সাহা রায়,সম্পাদক বিকাশ কান্তি দাস,হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সীতাংশু বিকাশ আচাযর্য,জেলা প্রেসক্লাবের সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ,পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু,সম্পাদক মোয়াজ্জেম হোসেন,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি,হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক সতেন্দ্র পাল,সহ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের জেলা যুগ্ম আহবায়ক মানিক তালুকদার,হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের জেলা যুগ্ম আহবায়ক প্রল্লাদ সাহা রায়সহ অন্যরা। শোভাযাত্রা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ