• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৪:১৬ পি.এম.
পিয়াস উদ্দীন ও হৃদয় সরকার । ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি, পিয়াস উদ্দীন এবং হৃদয় সরকারকে সাধারণ সম্পাদক করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সরকার। 

হৃদয় সরকার বলেন,  ছাত্ররা সমাজকে উন্নত করার জন্য যেমন বই-খাতা-কলম নিয়ে সংগ্রাম করে তেমনি কোন অশুভ শক্তি রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ব্যাহত করলে তাদেরকে বিভিন্ন পারিপার্শ্বিক চাপ প্রয়োগে দমন করতেও স্বিদ্ধ হস্ত । জাতীয়তাবাদের চেতনায় উদ্ধুব্ধ নবগঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদেশের মানুষের মঙ্গলের চিন্তায় সর্বদা কাজ করার অঙ্গীকারবদ্ধ বলেই বিশ্বাসী।

তিনি বলেন, ছাত্রজীবনের সবচেয়ে বড় দায়িত্ব জ্ঞানার্জনের সাথে যুক্ত থাকা । আশা নয় বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা কেউ এ পথ থেকে বিচ্যূত হবে না। আমরা সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে গড়ে তুলবো সুষ্ঠু শিক্ষার্থী বান্ধব রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

তিনি আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে কাজ করাই হবে ছাত্রদলের প্রথম এবং প্রধান কার্যসিদ্ধি। ইনশাআল্লাহ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল হবে দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত এবং বাংলাদেশের অন্যতম প্রাণোচ্ছল একটি ইউনিট।"

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০