• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হারুন অর রশিদকে “মিস্টার মধুপুরবাসী” উপাধিতে ভূষিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ১২:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের “মধুপুরবাসী” গ্রুপের প্রতিষ্ঠাতা ও জাপান প্রবাসী মোঃ হারুন অর রশিদকে সম্মানসূচক “মিস্টার মধুপুরবাসী” উপাধিতে ভূষিত করা হয়েছে।

মধুপুরের সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নে সামাজিক মাধ্যমের মাধ্যমে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। গ্রুপের সদস্যরা জানান, প্রবাসে থেকেও তিনি মধুপুরের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সমাধান ও ইতিবাচক প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এই সম্মাননা প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে মোঃ হারুন অর রশিদ বলেন, “এ সম্মাননা আমার জন্য নয়, এটি মধুপুরবাসীর ভালোবাসার প্রতিফলন। আমি সারাজীবন মধুপুরের কল্যাণে কাজ করে যেতে চাই।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাঁর উদ্যোগ ও নেতৃত্ব ভবিষ্যতে মধুপুরকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

এসময় উপস্থিত ছিলেন মধুপুরবাসী ফেসবুক গ্রুপের সিনিয়র এডমিন খন্দকার ইশতিয়াক আহমেদ সজীব, আনোয়ার হোসেন মিন্টু, সিমশন বিশ্বাস, আলহাজ উদ্দিন, মিনহাজুল মিলন, মোঃ লিটন সরকার, এসআই শহীদ , জাহিদ মৃধা, মাসুদ মন্ডল প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের মুক্তির সনদ  ৩১ দফা: মাহমুদুর রহমান
জনগণের মুক্তির সনদ ৩১ দফা: মাহমুদুর রহমান
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ