গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৯ ফিলিস্তিনি


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। সর্বশেষ হামলায় আরও অন্তত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে।
রোববার (৩ আগস্ট) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামলায় ৮৬৬ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।
বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তার পাশে পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৫১১ জনের বেশি। সবমিলিয়ে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি আগ্রাসনে মোট ১ হাজার ৪৮৭ জন নিহত এবং ১০ হাজার ৫৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও, গাজায় চলমান আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক মহলে এ হামলার বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠলেও থেমে নেই ইসরায়েলের সামরিক অভিযান।
ভিওবি বাংলা/জা