• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিবন্ধিকতার মধ্যদিয়েও এগিয়ে যাবে এনসিপি : নুসরাত তাবাসসুম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:    ২৯ জুলাই ২০২৫, ১১:৫২ এ.এম.

লালন শাহের আধ্যাতিক বাণী " গুরুপদে না ডুবিলে জনম যাবে অকারন ", " সত্যকাজে কেউ নই রাজি, সবই দেখি তা না না না ", " আমি ওপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমার " পরিবেশনার মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে জাগ্রত জুলাই স্মরণে অনু্ষ্ঠিত হয়ে গেল ভাবগানের আসর।

সোমবার (২৮ জুলাই) রাতে কুমারখালীর ছেঁউরিয়ার ফকির লালন শাহের আখড়াবাড়িতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ভাবগানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে লালন একাডেমির শিল্পীরা ভাবগান পরিবেশন করেন।

এর আগে, সন্ধায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে কালিগঙ্গা নদীরে কুলে অবস্থিত লালন মঞ্চে মোমবাতি প্রজ্জলন করে সম্মান জানানো হয়। এ সময় কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার, এনসিপির যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুমসহ নিহত শহীদদদের স্বজন ও আহতরা উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্জলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম বলেন, আলটিমেটলি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ নতুনভাবে রাজনীতিকে গ্রহণ করতে শিখেছে। তারা আর কখনই এই বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে স্বৈরাচার হয়ে উঠার সুযোগ দিবেনা। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের যাচাই বাছাই করতে পারে।

নুসরাত তবাসসুম বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মাসব্যাপী ৩৬ জুলাইয়ের পদযাত্রা করছি। আমরা দেশের জেলায় জেলায় গিয়েছি। মানুষজনের সাথে দেখা করেছি। সকল মানুষ সাদরে আমাদের গ্রহণ করেছে। আমরা তাদেরই অংশ। তাদের মধ্য থেকে উঠে আশা একটি দল। তাদের আশা আকাঙ্কা বুঝে উঠতে আমাদের কোনো কষ্ট হয়নি। 

তিনি আরও বলেন, দেশের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন এবং অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন অপশক্তিদের মাথাচারা দিয়ে উঠার কারনে অস্থিরতা তৈরি হলেও আমরা মনে করি যে, এগুলো, আসলে আমাদের পথে কিছু প্রতিবন্ধিকতা তৈরি হলেও আমরা আশা ছাড়তে রাজি নয়। এই সকল প্রতিবন্ধিকতার মধ্যদিয়ে এনসিপি এগিয়ে যাবে। জুলাই আন্দোলন এগিয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের চিন্তা, ভাবনা,  চেতনা, যে স্বপ্ন, যে লক্ষ্য সেগুলো এগিয়ে যাবে।

এর আগে সোমবার শেষ বিকালে আলোচনা সভার মধ্যদিয়ে ভাবগানের আসর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

 ভিওডি বাংলা/মোশারফ হোসেন / এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত