• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

মাদারীপুরের সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাব্যকে পাওয়া গেল ঢামেকে

   ২৩ জুলাই ২০২৫, ১১:৫৩ এ.এম.

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা কাজী বাড়ির সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ (কাব্য) পাওয়া গেল রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকেই কাব্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনার পরপরই কাব্যের পরিবার ও স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং আহতদের তালিকায় খোঁজ করতে থাকেন। অবশেষে সোমবার রাতের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কাব্যকে শনাক্ত করতে সক্ষম হন স্বজনরা।

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কাব্যকে খুঁজে পাওয়ার পর মাদারীপুর, কালকিনি, শিবচরে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কাব্যের দ্রুততম সময়ে সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়ে পোস্ট দিচ্ছেন সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আহত কাব্যের বাবা মরহুম রুমেল কাজী বলেন, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের কাব্যকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।’

উল্লেখ্য, সোমবারের ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ছাত্রী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়