এনসিপির ভাইয়েরা চাঁদাবাজিতে বড় ভাই হয়ে গেছে : সাখাওয়াত হোসেন


এনসিপির ছোট ভাইয়েরা চাঁদাবাজিতে বড় ভাই হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ‘জি নাইন’ প্ল্যাটফরমের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত। এক টক শোতে তিনি বলেছেন, ‘এনসিপির এক ভদ্রমহিলার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টা এখন ব্যাপক আলোচিত হচ্ছে। ইমামুর রশিদ নামে এই ছেলেটা যে এনসিপির নেতা এবং টাকা নিতে গিয়েছিলেন, তিনি ফেসবুকে আবার পাল্টা বক্তব্য দিয়েছেন।
যেহেতু তিনি টাকার কথা স্বীকার করেছেন এবং বলেছেন— আজকে আমাকে নিয়ে ফেসবুকে যে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে বলছে যে এই ভদ্রমহিলা তাদের একটা ডোনেশন দিয়েছেন।’
‘ডোনেশন দেওয়ার জন্য তিনি তাদের অস্থায়ী কার্যালয়ে এসে আহ্বায়ক এবং দুই অঞ্চলের মুখ্য সংগঠকদের সঙ্গে দেখা করেন। তার মানে সারজিসের যে কথা এলো, সেটা জাস্টিফাইড হয়। কারণ এই এনসিপি নেতাই বলেছেন যে ওই ভদ্রমহিলা সারজিস, হাসনাত এবং আহ্বায়ক নাহিদের সঙ্গে দেখা করেছেন। এটা কিন্তু তাদের নেতার ফেসবুক স্ট্যাটাস।
তার কথা পত্রিকায় ইতিমধ্যে রিপোর্ট হিসেবে এসেছে যে ওই মহিলা ৪৮ লাখ টাকা দিয়েছেন। আর বলছে, টাকার পরিমাণ টোটাল এত হবে না। তার মানে- একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বলে পরিচয় দেওয়া হচ্ছে ভদ্রমহিলাকে।’ ‘তার থেকে এত টাকা নিচ্ছে।
এটা যদি স্বচ্ছ হয়, তাহলে তো এটার রিসিভ কপি থাকার কথা। এটা যেহেতু পার্টি ফান্ডে জমা হবে, এই টাকাটা তারা কি পার্টি ফান্ডে চেক আকারে জমা করেছে বা এ রকম ক্যাশ টাকা কি কেউ দেয়? পার্টিকে যদি কেউ ডোনেট করে এবং সেটা যদি বৈধ টাকা হয়, কালো টাকা না হয় এবং পার্টি যদি সেটা স্বচ্ছভাবে খরচ করে, এটা যদি চাঁদাবাজি না হয়; তাহলে সেটা তো চেক আকারে অ্যাকাউন্টে ঢুকবে। এভাবে ক্যাশ টাকা লেনদেনে কি কালো টাকা না হলে, বৈধ পথে হলে, স্বচ্ছ রাজনীতি হলে ঢোকে?
সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেন, ‘আমাদের এনসিপির ছোট ভাইয়েরাও এখন ‘বড় ভাই’ হয়ে গেছে। এখন স্ক্রিনশট পড়ার পরে মনে হচ্ছে, ওই যে এনসিপির যে নেতা টাকা নিতে গেছে, সে বলছে যে বড় ভাই বলছিল ১০ লাখ বা বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। এখন এনসিপির যারা, এরা তো তরুণ, আমাদের ছোট ভাই, খুব মায়া করি, সেই ছোট ভাইয়েরাও দেখি এখন চাঁদাবাজির বড় ভাই হয়ে গেছে। এটা তো থামাতে হবে।’
ভিওডি বাংলা/এম
উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছেন পাইলট
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির …

উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক
বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আকস্মিক বিধ্বস্তের ঘটনায় একটি বিবৃতি …

বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতির শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ …
