বয়সজনিত অসুস্থতায় ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু ছবিতে তার ডান পায়ের গোড়ালিতে ফোলাভাব এবং হাতে দাগ দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এসব লক্ষণ গুরুতর কিছু নয় বরং বয়সজনিত স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বার্বাবেলার স্বাক্ষরিত এক বিবৃতি পড়ে শোনান।
চিকিৎসক বার্বাবেলা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের পায়ের ফোলাভাবের কারণ ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’ নামক একটি বয়সজনিত সমস্যার কারণে। এই অবস্থায় শরীরের শিরানালী যথাযথভাবে রক্ত পরিবহন করতে ব্যর্থ হয়, ফলে পায়ে সামান্য ফোলা দেখা দিতে পারে।
তিনি আরও জানান, প্রেসিডেন্টের ডান হাতে দেখা দেওয়া দাগ মূলত অতিরিক্ত হ্যান্ডশেক এবং নিয়মিত অ্যাসপিরিন সেবনের কারণে হয়েছে। হৃদরোগ প্রতিরোধে প্রেসিডেন্ট নিয়মিত অ্যাসপিরিন গ্রহণ করেন।
এ ধরনের উপসর্গ দেখা যাওয়ার পর প্রেসিডেন্টের বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা—including আল্ট্রাসাউন্ড—করা হয়। তবে এসব পরীক্ষায় রক্ত জমাট বাঁধা বা কোনো গুরুতর জটিলতার প্রমাণ মেলেনি।
৭৯ বছর বয়সী ট্রাম্পের সাম্প্রতিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও হোয়াইট হাউজের ব্যাখ্যার পর তা অনেকটা প্রশমিত হয়েছে।
চিকিৎসক বার্বাবেলা তার বিবৃতির শেষাংশে বলেন, -প্রেসিডেন্টের সার্বিক স্বাস্থ্য বর্তমানে চমৎকার অবস্থায় রয়েছে।
ভিওডি বাংলা/ডিআর
পশ্চিমবঙ্গ তৃণমূলের দুঃশাসনে ভুগছে : মোদি
আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের …

বিহারে ভয়াবহ বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ …

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। …
