• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন

   ১৬ জুলাই ২০২৫, ১২:০৬ পি.এম.
ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের (নিবন্ধন স্থগিত) জন্য বরাদ্দকৃত ‘নৌকা’ প্রতীক অবশেষে সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট থেকে প্রতীকটি সরিয়ে ফেলা হয়। দীর্ঘদিন ধরে প্রতীকটি রাখা নিয়ে বিতর্ক চলছিল।

ইসির ওয়েবসাইটে মঙ্গলবার পর্যন্ত আওয়ামী লীগের (নিবন্ধন স্থগিত) নামের পাশে ‘নৌকা’ প্রতীক দেখা গেলেও আজ সকাল থেকে সেটি আর দৃশ্যমান নয়। বিষয়টি নিশ্চিত করে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, –ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রতীকটি সরানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, –প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটি দলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। দলটি বাতিল হলেও প্রতীক তো কমিশনের সম্পদ।

তবে নির্বাচন কমিশনের এই অবস্থান নিয়েও সমালোচনা ছিল। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে ইসিকে উদ্দেশ করে লেখেন, –অভিশপ্ত ‘‘নৌকা’’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?

বর্তমানে ইসির তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ। বাকি ১৯টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। তবে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতীক তালিকা চূড়ান্ত হলে সংখ্যাটি বেড়ে ১১৫ হবে। তাতে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায়ও ‘নৌকা’ প্রতীক ওয়েবসাইটে প্রদর্শন করায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে ইসির এই সিদ্ধান্তকে একটি প্রতীকি ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদকে পুনবার্সন করতেই নুরের ওপর হামলা : ডাঃ ইরান
ফ্যাসিবাদকে পুনবার্সন করতেই নুরের ওপর হামলা : ডাঃ ইরান
নির্বাচন বানচাল করতে অদৃশ্য শক্তি কাজ করছে : তারেক রহমান
নির্বাচন বানচাল করতে অদৃশ্য শক্তি কাজ করছে : তারেক রহমান
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে : জামায়াত
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে : জামায়াত