• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে হঠাৎ বন্যা, জরুরি অবস্থা জারি

   ১৫ জুলাই ২০২৫, ০৫:৫৬ পি.এম.
নিউইয়র্ক ও নিউজার্সিতে আকস্মিক বন্যা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারী বর্ষণের ফলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় শহরগুলোর নিম্নাঞ্চল। পরিস্থিতির অবনতি হলে নিউজার্সির গভর্নর ফিল মার্ফে জরুরি অবস্থা ঘোষণা করেন।

বৃষ্টিপাতের কারণে শহরের একাধিক এলাকায় যান চলাচল ব্যাহত হয়। নিউইয়র্ক সিটির বেশ কয়েকটি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কিছু স্থানে ট্রেন চললেও ছিল দীর্ঘ বিলম্ব। ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনের ভিডিওতে দেখা গেছে, পানিতে প্ল্যাটফর্ম এবং ট্রেনের বগিও ডুবে গেছে। যাত্রীরা আসনের ওপরে দাঁড়িয়ে পানি থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।

সোমবার মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ-পূর্ব পেনসিলভেনিয়ায় ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়। স্থানীয়দের ভাষ্যমতে, কিছু বাড়িতে ৫ ফুটেরও বেশি পানি প্রবেশ করেছে। পরে সেখানে বিপর্যয়জনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজার্সির গভর্নর সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তীব্র বৃষ্টির কারণে নির্ধারিত সময় অনুযায়ী বাস ও ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সময় সন্ধ্যার পর বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে আসে এবং পানি নামতে শুরু করে। তবে কিছু এলাকায় এখনো পানি জমে আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এপি

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘গভীর সমস্যায়’ ইরান, দাবি নেতানিয়াহুর
‘গভীর সমস্যায়’ ইরান, দাবি নেতানিয়াহুর
থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা
থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা
সাবান-পানি নেই, স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা
সাবান-পানি নেই, স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা