• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

   ১৪ জুলাই ২০২৫, ১১:৫৭ এ.এম.
ট্রাম্প ও পুতিন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন। আমি এখনও সংখ্যার বিষয়ে একমত হইনি, তবে তারা কিছু পেতে যাচ্ছে। কারণ তাদের সুরক্ষার প্রয়োজন।

তিনি আরও জানান, ইউক্রেন এই উন্নত সামরিক সরঞ্জামের জন্য ১০০ শতাংশ অর্থ পরিশোধ করবে এবং এতে যুক্তরাষ্ট্রেরও বাণিজ্যিক লাভ হবে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, পুতিন অনেককে বিস্মিত করেছেন। তিনি সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ জুলাই) ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং রাশিয়ার বিষয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে। ওইদিনই ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বৈঠক এবং এক মার্কিন দূতের ইউক্রেন সফর শুরু হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে প্রাণনাশের হুমকি
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে প্রাণনাশের হুমকি
হাসিনাকন্যাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হাসিনাকন্যাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ট্রাম্পকে হত্যাচেষ্টায় বরখাস্ত হলেন সিক্রেট সার্ভিসের ৬ এজেন্ট
ট্রাম্পকে হত্যাচেষ্টায় বরখাস্ত হলেন সিক্রেট সার্ভিসের ৬ এজেন্ট