• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন নেতানিয়াহু

   ৮ জুলাই ২০২৫, ১১:৩৭ এ.এম.
নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন এবং এ সংক্রান্ত একটি চিঠি তিনি পুরস্কার কমিটিতে পাঠিয়েছেন।

নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, ‘তিনি শান্তি স্থাপন করছেন, এক দেশ, এক অঞ্চলের পর অন্য অঞ্চলে।’ ট্রাম্পের সমর্থকরা এবং তার আস্থাভাজন আইনপ্রণেতারা বহু বছর ধরে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। 

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, নরওয়ের নোবেল কমিটি তাকে ভারত ও পাকিস্তান, পাশাপাশি সের্বিয়া ও কসোভোর মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা নেওয়ার জন্য উপেক্ষা করেছে।

এ ছাড়া তিনি মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি রক্ষা এবং ইসরায়েল ও বেশ কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্দেশ্যে আব্রাহাম চুক্তির জন্যও প্রশংসা দাবি করেছেন।

সূত্র : আলআরাবিয়া

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে চিকিৎসাধীন মাহাথির মোহাম্মদ
হাসপাতালে চিকিৎসাধীন মাহাথির মোহাম্মদ
‘গভীর সমস্যায়’ ইরান, দাবি নেতানিয়াহুর
‘গভীর সমস্যায়’ ইরান, দাবি নেতানিয়াহুর
থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা
থাইল্যান্ডে পালিয়ে গেল মিয়ানমারের ১০০ সেনা