• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিযোগ ভিত্তিহীন, জানালেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষকরা

   ৪ জুলাই ২০২৫, ১০:৫৫ এ.এম.
সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষকরা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি

সম্পত্তি আত্মসাতের অভিযোগে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) শিক্ষার্থীদের করা সংবাদ সম্মেলনের তথ্য ভিত্তিহীন দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) গাবতলীর স্থায়ী ক্যাম্পাসে সব বিভাগীয় শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

শিক্ষকরা বলেন, বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বরং ২০২২ সালে ইউজিসির তদন্তে তৎকালীন চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খানের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে নারী সংক্রান্ত নানা অভিযোগের কারণেও আন্দোলন হয়। পরবর্তীতে আন্দোলনের মুখে তিনি বিওটি থেকে পদত্যাগ করেন এবং সর্বসম্মতভাবে আহমেদ ফরহাদ খান তানিম চেয়ারম্যান নির্বাচিত হন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 'মুক্তির পাঠাগার' স্থাপন
ছাত্রী মোটা না চিকন দেখতে ইমোতে কল দেন শিক্ষক!
ছাত্রী মোটা না চিকন দেখতে ইমোতে কল দেন শিক্ষক!
পবিপ্রবির ৭ হলের নাম পরিবর্তন
পবিপ্রবির ৭ হলের নাম পরিবর্তন