• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্পের ‘প্রথম পছন্দ’ পুত্রবধূ লারা

   ২ জুলাই ২০২৫, ০৫:০৭ পি.এম.
ট্রাম্পের ‘প্রথম পছন্দ’ পুত্রবধূ লারা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের জন্য পুত্রবধূ লারা ‘প্রথম পছন্দ’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ জুলাই) প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইউএসএ টুডে। 

সাংবাদিকদের ট্রাম্প জানান, ‘লারা ট্রাম্প দুর্দান্ত ব্যক্তিত্ব। আমি বলতে চাইছি, নর্থ ক্যারোলিনা মার্কিন সিনেট আসনের জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনিই আমার প্রথম পছন্দ। তিনি সেখানেই বেড়ে উঠেছেন। যদিও এখন সেখানে থাকেন না। তবে তিনি নর্থ ক্যারোলিনাকে ভালোভাবে চেনেন।’
 
এরপর ট্রাম্প হুমকি দিয়েছেন, টিলিস আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগেই একজন প্রাথমিক প্রতিদ্বন্দ্বিকে খুঁজে বের করবেন। আর এ কারণেই নিজের পুত্রবধূ লারাকে প্রার্থী করতে চাইছেন বলে মনে করছেন অনেকে।

লারা হলেন ট্রাম্পের তৃতীয় ছেলে এরিকের স্ত্রী। লারা ট্রাম্পকে এর আগে ফ্লোরিডার সাবেক সিনেটর মার্কো রুবিওর সম্ভাব্য স্থলাভিষিক্ত হিসেবে ভাবা হয়েছিল। যখন ট্রাম্প তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন। সে সময় লারা ট্রাম্প বলেছিলেন, তিনি রুবিওর আসন গ্রহণের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। কিন্তু পরে তার নাম প্রত্যাহার করে নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান
জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান
উত্তরসূরি নিয়ে দালাই লামার শপথ
উত্তরসূরি নিয়ে দালাই লামার শপথ
৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল: ট্রাম্প
৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল: ট্রাম্প