টপ নিউজ
পাবনার আটঘরিয়ায়
পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ জুন ২০২৫, ০৬:৪৪ পি.এম.


পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাপাশা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পাবনা সদর উপজেলার জহিরপুর গ্রামের মৃত আনাইনের ছেলে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে।
অপর সহযোগী রনি বিশ্বাস পালিয়ে যায়। আটঘরিয়া থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।
আটঘড়িয়া থানার ওসি মো শফিকুজ্জামান জানান, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এম এস রহমান/এম