• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাইবার হুমকি ঠেকাতে ইরানে ইন্টারনেট বন্ধ

   ২০ জুন ২০২৫, ০৪:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

সম্ভাব্য সাইবার হামলার হুমকির কারণে পুরো দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে শুক্রবার (২০ জুন) জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আগ্রাসনকারী শত্রুপক্ষ যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার করতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য আছে যে শত্রুপক্ষ ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধ্বংস এবং নির্দিষ্ট ব্যক্তিদের নজরদারিতে রাখতে একটি সাইবার আর্মি গঠন করেছে।’

মন্ত্রণালয় থেকে অবশ্য বলা হয়েছে যে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণভাবে সীমিত পর্যায়ে এখনও চালু আছে ইন্টারনেট পরিষেবা। তবে ইরানের সাধারণ লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ব্রডব্র্যান্ড বা মোবাইল ফোনে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না তারা।

ভিওডি বাংলা/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার