• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

   ১৯ জুন ২০২৫, ০৪:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম আদালত থেকে পালিয়ে গেছেন। হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক রিপন মিয়া বলেন, আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ কনস্টেবল শহিদুলকে আঘাত করে ওই আসামি পালিয়ে যান। 

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া লুজ করে কৌশলে খুলে ফেলেন। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যান।  

মাইন উদ্দিন বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে জানানো হয়েছে আসামিকে গ্রেপ্তারের জন্য। তার বিরুদ্ধে নতুন করে মামলা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় পেছালো
গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় পেছালো
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আবারও শুনানি ৪ নভেম্বর
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আবারও শুনানি ৪ নভেম্বর
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু আজ