• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে সংবর্ধনা

   ১৯ জুন ২০২৫, ১১:০১ এ.এম.

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল রয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় মালদ্বীপের হুলোমালে আইল্যান্ডের তান্দুরিফিল্ম রেস্তোরাঁয় মালদ্বীপ বিএনপির আয়োজনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আব্দুস সালামকে ফুল দিয়ে বরণ করে নেন মালদ্বীপ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে হাজারো প্রবাসীর নামে মিথ্যা মামলা হয়েছে। অনেকে আত্মীয়স্বজনের মৃত্যু হলেও দেশে ফিরতে পারেননি।

সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সহসভাপতি মো. এমরান হোসেন তালুকদার। উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি মো. নেহের মিয়া রানা, সহসভাপতি মো. বাবুল হোসেন ও মো. মোক্তার হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতিনিধি আব্দুল কাদের সিকদার, যুবদল আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. মাসুম মুন্নাসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহসাংগঠনিক সম্পাদক মো. জামাল খান, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
নির্বাচন কমিশনের রোডম্যাপকে ইতিবাচক দেখছে এবি পার্টি
নির্বাচন কমিশনের রোডম্যাপকে ইতিবাচক দেখছে এবি পার্টি
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি