টপ নিউজ
এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া
১৮ জুন ২০২৫, ০৭:৪০ পি.এম.


ছবি: সংগৃহীত
জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরআগে বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে এভার কেয়ার হাসপাতালে পৌছান তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, এটি খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বড় ধরনের জটিলতা না থাকলে আজ বুধবার রাতেই বাসায় ফিরবেন তিনি।
গত ৬ মে লন্ডনে প্রায় চার মাসের চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। এর আগে গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে ছাড়পত্র পেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি।
ভিওডি বাংলা/ এমএইচ