• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

হৃদয়বিদারক, ভাষায় প্রকাশ করা যায় না: মোদি

   ১২ জুন ২০২৫, ০৮:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের বাইরে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লিখেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে, বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি।

মোদি আরো লিখেছেন, বেদনাময় এ সময়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা রইল। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করা সব মন্ত্রী ও কর্তৃপক্ষগুলোর সঙ্গে আমি যোগাযোগ রাখছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি।

বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের যাত্রী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।

তিনি বলেছেন, ব্রিটিশ নাগরিকদের বহন করা লন্ডন অভিমুখী উড়োজাহাজ ভারতের আহমেদাবাদ শহরে বিধ্বস্ত হওয়ার পর যেসব দৃশ্য সামনে আসছে, সেগুলো ভয়াবহ। পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত হালনাগাদ তথ্য পাচ্ছি। গভীর বেদনাদায়ক এই সময়ে যাত্রী ও তাঁদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

এদিকে বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা তৃতীয় চার্লসকে উড়োজাহাজ দুর্ঘটনাসংক্রান্ত সর্বশেষ খবর জানানো হচ্ছে। রাজা ও রানি উভয়েই এই দুর্ঘটনায় দারুণভাবে শোকাহত হয়েছে।

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে ১১ শিশু ও দুই নবজাতকসহ ২৪২ জন আরোহী নিয়ে যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের পাশের মেঘানি অঞ্চলের আবাসিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০