চিন্ময় দাসের মুক্তির দাবিতে লন্ডনে মানববন্ধন


ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন-ইউকে।
মঙ্গলবার (১০) লন্ডনে এ মানববন্ধন করে সংগঠনটি।
গত বছরের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার দায়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। গত ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।
২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামের আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আদালত চত্বরের বাইরে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
ভিওডি বাংলা/ডিআর