• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাজারীবাগে নবজাতকের মরদেহ উদ্ধার

   ১০ জুন ২০২৫, ০৭:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেক

রাজধানীর হাজারীবাগের বালুর মাঠের পাশ থেকে গর্তখুঁড়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে হাজারীবাগ বালুর মাঠ ফুটবল খেলার মাঠের উত্তর পাশের খালি জায়গা থেকে মাটি খুঁড়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোরের দিকে এক মহিলা ও একজন পুরুষ একটি বালতিতে করে ওই মৃত নবজাতকটিকে মাটিচাপা দিয়ে যায়। দুপুরের দিকে এলাকার লোকজন নবজাতকের মরদেহ দেখে থানায় খবর দেয়।

ওসি জানান, নবজাতকটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাফন কাপনের ব্যবস্থা করতে না পেরে নবজাতকের মরদেহটি বালুর মাঠের পাশের খালি জায়গায় মাটিচাপা দিয়ে রেখে যায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা