• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

   ৮ জুন ২০২৫, ১২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নথিহীন অভিবাসীদের গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেস শহর দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবিসির বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসনবিরোধী অভিযান শুরু করে, যার মূল লক্ষ্য—নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা। এই অভিযান ঘিরেই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে, যা ছড়িয়ে পড়ে পুরো শহরে। এ অবস্থায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, রাজ্যে সৃষ্ট অরাজকতা দমনেই প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিচ্ছেন।

তবে এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ডেমোক্র্যাট এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি পরিস্থিতিকে আরও উসকে দেবে।”

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ চলাকালে ফেডারেল এজেন্টদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সংঘর্ষে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয় টিয়ার গ্যাস।

এ ছাড়া শুক্রবার রাতেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যদের সঙ্গে সরাসরি মুখোমুখি হয় বিক্ষুব্ধ জনতা। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানোর সময় ঘটে এই সংঘর্ষ। ওই রাতেই অন্তত ৪৪ জন অভিবাসীকে আটক করে আইসিই।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য বিক্ষোভকারী জড়ো হন ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে। সেখানেই তারা স্লোগান দেন—“মুক্তি দাও, মুক্তি দাও”।

বিবিসি জানায়, পুরো সপ্তাহজুড়ে লস অ্যাঞ্জেলেসে আইসিই-র অভিযানে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারই আটক করা হয় ৪৪ জনকে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে সহিংস বিক্ষোভকারীরা আইসিই ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর সরাসরি আক্রমণ চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অবৈধ অপরাধীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রুখতেই এই অভিযান অত্যন্ত জরুরি। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতারা রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। এমন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশনা দিয়ে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯১
ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯১
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল