• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারত জুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন

   ৭ জুন ২০২৫, ১১:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন সকাল থেকে কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার রেড রোডে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজ্যটির বিভিন্ন জেলাতেও এই দিনটি পালিত হচ্ছে। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ত্যাগের এই দিনে নামাজের পরই মুসলিমরা নিজেদের সাধ্যমতো পশু কোরবানি দেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, বিহারসহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ রাজনৈতিক নেতারা। 

ঈদুল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়ে এক্সে মোদি লেখেন, ঈদুল আজহার শুভেচ্ছা। এই অনুষ্ঠান আমাদের সমাজে সম্প্রীতি ও শান্তির ভিত্তিকে শক্তিশালী করুক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাস্টিন ট্রুডোর প্রেমে মজেছেন কেটি পেরি!
জাস্টিন ট্রুডোর প্রেমে মজেছেন কেটি পেরি!
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া
বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখল রাশিয়া
বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখল রাশিয়া