জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে : ডা. তাহের


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। তার পর জুলাই সনদ হবে, সেখানে আমরা সাইন করব। সোমবার (২ জুন) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে একটি সংস্কার। আমরা বলেছি জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। তার পর জুলাই সনদ হবে, সেখানে আমরা সাইন করব।
জামায়াতের এই নেতা বলেন, আলোচনা হয়েছে নির্বাচনের ব্যাপারে। সরকারের প্রতি আমাদের আস্থার কথা আমরা পুনব্যাক্ত করেছি। ড. ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হবে আমরা এটা চেয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচনের তারিখের ব্যাপারে ৩টি বক্তব্য আসছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুন, কয়েকজন বলেছেন ডিসেম্বর।
তবে আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছি। বলেছি, কোনো চাপ সৃষ্টি করব না। তবে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় দ্রুত দেওয়ার আহ্বান জানিয়েছি। একটা তারিখ ঘোষণা করলে নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা আছে তা কেটে যাবে।
ভিওডি বাংলা/ িএমএইচ
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
