• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

   ২ জুন ২০২৫, ০৮:০৩ পি.এম.
নিহতদের বাড়িতে উৎসুক জনতা। ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।  

রবিবার (১ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের উত্তর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা সদর উপজেলা মারিয়া ইউনিয়নের উত্তর মোল্লাপাড়া গ্রামের মো: মমিন মিয়ার ছেলে উবাইদুল রহমান (০৫) ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বেপারী বাড়ী এলাকার মকবুল হোসেনের ছেলে মাহাদ হোসেন(০৬)। 

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায় যে, নিহত ওবায়দুর রহমান ও মাহাদ হোসেন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। বিকেলে বাড়ির পাশে খেলার সময় পাশে থাকা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত)  মো. টুটুল মিয়া এর সত্যতা নিশ্চিত করেন।

ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ