রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ


নিজস্ব প্রতিবেদক
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ঢাকার রামপুরা, মালিবাগ, মিরপুর, গোড়ান ও খিলগাঁওয়ের কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে।
শুক্রবার (৩০ মে) বৃষ্টি কিছুটা কমলেও জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দরা। অনেক এলাকায় দোকানপাটে পানি ঢুকেছে।
রামপুরা ও খিলগাঁও এলাকা ঘুরে দেখা যায়, পশ্চিম রামপুরার উলন, পূর্ব রামপুরার জামতলা, জাকির গলি, তালতলার কিছু অংশ, নবীনবাগ সেহেরুনবাগ এলাকার অনেক রাস্তার পানি এখনও নামেনি। তবে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম হওয়ায় কোথাও যানজট দেখা যায়নি।
পথচারীদের অভিযোগ, জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে রিকশা ভাড়া দুই-তিনগুণ বেড়ে গেছে। জলাবদ্ধতায় বিভিন্ন সড়কে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন চালকরা।
জামতলা এলাকায় মায়ের দোয়া নামে একটি গ্যারেজে পানি ঢুকেছে। সেটা পরিষ্কার করছিলেন শাকিব নামে এক ব্যক্তি। তিনি বলেন, সামান্য বৃষ্টি হলে এ এলাকায় পানি জমে যায়। কাল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দোকানের ভেতর পানি চলে এসেছে। রাতে দোকান বন্ধ ছিল, সকালে পরিষ্কার করতে হচ্ছে।
ওই এলাকার ভেতরে গিয়ে দেখা গেছে, আবাসিক এলাকার বেশিরভাগ সড়কে পানি। গতকাল পানি ছিল হাঁটু সমান, তবে সারা রাতে তা কিছুটা কমেছে।
নবীনবাগ থেকে তালতলা পর্যন্ত সড়কেও প্রায় হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে। এ সময় জলাবদ্ধতার কারণে অসংখ্য ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তায় থেমে থাকতে দেখা যায়।
ভিওডি বাংলা/ডিআর
প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ) বলেন, ‘প্রতিটি …

শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’ থাকার খবর
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের …

বিবিসির অনুসন্ধানে যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের …
