• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

হয় রুটি খাও, না হলে গুলি: পাকিস্তানের জনগণকে মোদি

   ২৭ মে ২০২৫, ০৫:২৬ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
নিজের শাসনকালের ১১ বছর পূর্তিতে এক জনসভায় পাকিস্তানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের ভূজে আয়োজিত সভায় তিনি বলেন, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদ বন্ধ করতে হলে সেখানকার জনগণকে এগিয়ে এসে শান্তির পথ বেছে নিতে হবে। যদি পাকিস্তান শান্তির পথ না বেছে নেয়, তবে ভারতের পক্ষ থেকে কঠিন জবাব দেওয়া হবে।’

এসময় তিনি পাকিস্তানের সাধারণ জনগণকে গুলির হুমকি দেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘পাকিস্তানকে যদি সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হয়, তবে সেই দেশের নাগরিকদেরই সামনে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সাধারণ জনগণকে হুমকি দেন, সুখের জীবন কাটাও, রুটি খাও, না হলে আমার গুলি তো আছেই।’

মোদি দাবি করেন, পেহেলগামে হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাস দমনে কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না তা দেখার জন্য তিনি ১৫ দিন অপেক্ষা করেছিলেন। তবে তার মতে, পাকিস্তানের আচরণে মনে হয়েছে যেন সন্ত্রাসবাদই তাদের রুটি রজির উপায়।

তিনি আরও বলেন, ‘ভারত যেখানে পর্যটনে বিশ্বাস করে, পাকিস্তান সেখানে সন্ত্রাসবাদকেই পর্যটন মনে করে। এটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত বিপজ্জনক।’

তিনি পাকিস্তানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা কী অর্জন করেছেন? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি, আর আপনারা কোথায় আছেন? যারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়েছে, তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করেছে।’

অপারেশন সিঁদুর সম্পর্কে মোদি বলেন, ‘এই অপারেশন হলো মানবতাকে রক্ষা করার একটি মিশন। এর মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানো হচ্ছে।’

তিনি আবারও পাকিস্তানকে অভিযুক্ত করে বলেন, ‘৯ মে রাতে দেশটি সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল, এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী দ্বিগুণ শক্তি প্রয়োগ করে পাক বিমানঘাঁটিগুলোকে ধ্বংস করে দেয়।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯১
ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯১
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল