• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদকের অভয়ারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

   ২১ মে ২০২৫, ০৭:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। যে ঐতিহ্যের প্রতিটি আনাচে-কানাচে একসময় হেঁটেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, সময়ের পালাবদলে সে গৌরবই এখন যেনো হারিয়ে যাওয়া এক ইতিহাস। কেননা উদ্যানের প্রতিটি ইঞ্চি এখন অপরাধের অভয়ারণ্য।

সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদকের অভয়ারণ্য। শাহবাগ থানার নাকের ডগায় হলেও, হরেক রকম মাদক বিক্রি আর অনৈতিক কর্মকাণ্ড যেন ওপেন সিক্রেট। কখনো কখনো হচ্ছে খুনখারাবিও।

উদ্যানটিতে মাদক বাণিজ্য, খুন-খারাবি কিংবা অসামাজিক কর্মকাণ্ড। বাদ যায় না কিছুই। আর সন্ধ্যা নামলেই পরিস্থিতি যেনো হয়ে ওঠে আরও ভয়াবহ। উদ্যানটির কোন গেটে, কে মাদকের বাণিজ্য চালাচ্ছে, তাদের নাম পরিচয় জানা গেলো এক নিরাপত্তা কর্মীর কথায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বলেন, তাদের চ্যানেল একই কিন্তু তারা আলাদা আলাদা যার যার ব্যবসা সে চালায় এবং পুরো সিন্ডিকেট একজনের মাধ্যমে টাকা কালেকশন করে।

এক সপ্তাহ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য এক হত্যার পর আতঙ্কের কথা জানালেন সাধারণ দর্শনার্থীরা। পরিবার নিয়ে বেড়াতে এসেও এক অজানা ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তাদের।

সাধারণ দর্শনার্থীরা জানান, আমরা ছেলে-মেয়ে বউ-বাচ্চা নিয়ে দুর দূরান্ত থেকে এখানে আসি একটু নিরিবিলি বসার জন্য, কিন্তু সেখানে যদি এই রকম অনাকাঙ্ক্ষিত কিংবা হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে তাহলে আমরা তো সেখানে সেইফ না। 

ঘটনার পর পুলিশ-আনসার নিরাপত্তায় থাকলেও এখনো তেমন বদলায়নি চিত্র। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় শিগগিরি আরও কঠোর হবে পুলিশ।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে সেজন্য পুলিশ কাজ করছে। তারপরও যদি কেউ মাদক বিক্রি করে বা কোনো অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকে সেগুলো আমাদের নজরে আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। 

সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্ট থাকলে, বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি কিরণের
মুজিব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি কিরণের
প্রশিক্ষণ নেওয়া ২৬ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার
প্রশিক্ষণ নেওয়া ২৬ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ