• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারি অফিস-ব্যাংক খোলা আজ

   ১৭ মে ২০২৫, ১১:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য সরকার আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। তবে এই ছুটির সমন্বয় করতে মে মাসের দুটি শনিবার (১৭ ও ২৪ মে), যা সরকারি ছুটির দিন, অফিস খোলা রাখা হয়েছে।

সেই ধারাবাহিকতায় শনিবার (১৭ মে) অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

আজ ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, এরপর ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে গত ৭ মে ঈদুল আজহার জন্য নির্বাহী আদেশে দুদিনের ছুটি (১১ ও ১২ জুন) ঘোষণা করা হয়। একইসঙ্গে ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ১৭ ও ২৪ মে খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এর আগে ঈদুল আজহার জন্য ৫ থেকে ১০ জুন পর্যন্ত মোট ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকার আরও দুদিন ছুটি (১১ ও ১২ জুন) ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ থেকে ১৪ জুন পর্যন্ত একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
দেশে মোট ভোটার সংখ্যা কত, জানালেন ইসি
দেশে মোট ভোটার সংখ্যা কত, জানালেন ইসি