• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ

   ১২ মে ২০২৫, ১০:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

জয়ের জন্য শেষ ২ ওভারে বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল ২৭ রান। বেশ কঠিনই মনে হচ্ছিলো! তবে ৪৯তম ওভারে সেটাকে সহজ করেন রাকিবুল হাসান। ৩ ছক্কায় ২০ রান তোলেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৭ রানে। ২ বল হাতে রেখেই সেই সমীকরণ মিলিয়ে ৩ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধরা। এই জয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আকবর আলির দল। 

সোমবার (১২ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে সফরকারীররা। ব্যাট করতে নেমে আফ্রিকার শুরুটা ভালো হলেও এরপর হুট করে খেই হারায়। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা।  

এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন কনোর। দলীয় ১৩৩ রানে আবারও ভাঙে কনোর এবং এনড্রিলের জুটি। শেষ দিকে মিচায়েলের ১৫ বলে ২৬ রানে ভর করে তিনশো পেরোয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন রিপন মন্ডল।

৩০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও জিশান আলম। ২৭ বলে ৩১ রান করে আউট হন জিশান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। 

তবে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন রবিন। ৮৯ বলে ৮৭ রান করেন তিনি। রবিনের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। ২৪ বলে করেছেন ৪১ রান করেন তিনি। এরপর রকিবুলের ১০ বলে অপরাজিত ২৪ রানে ভর করে জয় পায় বাংলাদেশ।

ভিওডি বাংলা/ডিআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ
এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর