• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট

ভুটানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

   ১১ মে ২০২৫, ০৮:২৮ পি.এম.
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফ

স্পোর্টস ডেস্ক

মালদ্বীপের বিপক্ষে ড্র করে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ। তাই সেমিফাইনালে উঠতে দ্বিতীয় ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে। আর তাই দুর্দান্ত নৈপুণ্যে ভুটানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১১ মে) ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা ফয়সাল।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন মুর্শেদ আলী। 

কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন। বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। 

এরপর ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন। এতে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

উল্লেখ্য, আগামী ১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের প্রত্যাবর্তন
সিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের প্রত্যাবর্তন
বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল
বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল
ভারত-পাকিস্তান ম্যাচ: এশিয়া কাপে ২ হাজার কোটির হিসাব
ভারত-পাকিস্তান ম্যাচ: এশিয়া কাপে ২ হাজার কোটির হিসাব