ভারত-পাকিস্তানের যুদ্ধ বিরতি
শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ


আন্তর্জাতিক ডেস্ক
সদ্য ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘন করার অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান।
দুই দেশের সীমান্তে কয়েক দিনের টানা সংঘর্ষের পর শনিবার (১০ মে) যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে এরপরও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ ও আকাশে আলোর ঝলক দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা। খবর রয়টার্স।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘গত কয়েক ঘণ্টায় আমরা যে সমঝোতায় পৌঁছেছিলাম, তা একাধিকবার লঙ্ঘন করা হয়েছে। এটি আজকের দিনের বোঝাপড়ার লঙ্ঘন।‘ তিনি আরো জানান, ভারতীয় সেনাবাহিনী যথোপযুক্ত জবাব দিচ্ছে এবং পাকিস্তানকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন থামানোর আহ্বান জানান।
এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ভারত কিছু এলাকায় লঙ্ঘন করলেও পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে।‘
এর আগে চার দিন ধরে চলা সংঘর্ষ ছিল সাম্প্রতিক ইতিহাসে ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘাত। কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালায় ভারত। পাকিস্তান অবশ্য পেহেলগাম হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।
এই পরিস্থিতির মধ্যেই শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি জানান, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভব হয়েছে।
পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কূটনীতিক প্রচেষ্টায় তিন ডজন দেশের অংশগ্রহণ ছিল।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, ‘দুই দেশ গোলাগুলি ও সামরিক অভিযানে বিরতি দিতে একটি বোঝাপড়ায় পৌঁছেছে। ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থানে থেকেছে এবং তা অব্যাহত থাকবে।‘
ভিওডি বাংলা/ডিআর
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতি
ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ভারতের উন্নতি হজম …

গাজায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ …

ইরানের হুমকিতে ট্রাম্পের ককেশাস করিডোর অনিশ্চিত
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে প্রস্তাবিত ‘ককেশাস করিডোর’ বাস্তবায়ন নিয়ে …
