• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোহিতের পর টেস্ট ছাড়ার ঘোষণা কোহলির

   ১০ মে ২০২৫, ০৬:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

দুদিন আগেই আনুষ্ঠানিক ঘোষণায় টেস্ট ক্রিকেট ছেড়েছেন রোহিত শর্মা। এবার সাবেক অধিনায়ক বিরাট কোহলিও বিসিসিআইকে জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছার কথা। আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত, এর আগেই নিজেকে লাল বলের ক্রিকেট থেকে সরিয়ে নিতে চান কোহলি, এমনটাই জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফো। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণার বাকি।

ক্রিকইনফো জানিয়েছে গত মাস থেকেই বিসিসিআইয়ের কর্মকর্তা, নির্বাচক প্যানেলের সাথে অবসর নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন কোহলি। যদিও এখনই কোহলিকে টেস্ট থেকে বিদায় দিতে চাইছে না ভারত। কোহলি যদি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদল না করেন, তাহলে পর্দা নামবে ভারতের জার্সিতে ১২৩ টেস্টের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের, যেখানে ৪৬.৮৫ গড়ে তুলেছেন ৯২৩০ রান।

অবশ্য শেষ দুই বছর টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। সর্বশেষ সেঞ্চুরি করে ২০২৪ সালের নভেম্বরে, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আর সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ব্যাটিং গড়টাও কমেছে অবিশ্বাস্যভাবে। ২০১৯ সালে পুনেতে ২৫৪ রানের ইনিংস খেলার পর তার ব্যাটিং গড় ছিল ৫৫.১০, শেষ দুই বছরে সেটা নেমে এসেছে ৩২.৫৬-তে।

এমন নিম্নমুখী পারফরম্যান্সের পরও টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল কোহলিকে দলে চাইছে, আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে। কারণ রোহিত শর্মা নেই, অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। সেই হিসেবে কোহলির অভিজ্ঞতা দারুণ কাজে আসবে দলের, এমনটাই ভাবনা টিম ম্যানেজমেন্টের।

টেস্ট অধিনায়ক হিসেবেও দারুণ সফল কোহলি। তার অধীনে ৬৮ টেস্ট খেলে ৪০টি জিতেছে ভারত, হেরেছে ১৭টিতে। এই রেকর্ডের ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়ানডে ক্রিকেটে ৫ বল খেলেই জয়
ওয়ানডে ক্রিকেটে ৫ বল খেলেই জয়
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ