• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দুবাই হয়ে দেশে ফিরছেন নাহিদ-রিশাদ

   ৮ মে ২০২৫, ০৮:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনসহ সব বিদেশী ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটে করে দুবাই পাঠাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখান থেকে তারা নিজ নিজ দেশে ফিরবেন। নাহিদ-রিশাদও সেই ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার পথ ধরবেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়াম এলাকায় ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পেশোয়ার জালমি ও করাচি কিংস মধ্যকার ম্যাচ হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টা আগেই তা স্থগিত করা হয়েছে। যে কারণে পিএসএল শেষ না করেই দেশে ফিরছেন তারা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ড্রোন হামলার পর পিএসএলে খেলতে যাওয়া সব বিদেশী ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন টুর্নামেন্টে খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। কর্মকর্তারা তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হতে পারেননি।

বাংলাদেশের দুই ক্রিকেটারও বিসিবিকে তাদের ফিরে আসার ইচ্ছের কথা জানিয়েছেন বলে জানা গেছে। বিসিবিও সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পিএসএল থেকে বাংলাদেশের এই দুই ক্রিকেটার যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছেন, এটা নিশ্চিত। কবে, কখন, কিভাবে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, বিসিবি এখন সেসব নিয়েই কাজ করছে।

ওদিকে পিসিবির মুখপাত্র আমির মীর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘আকাশসীমা সংক্রান্ত জটিলতার কারণে বিদেশী ক্রিকেটারদের এখন দেশ (পাকিস্তান) ছাড়ার কোনো সুযোগ নেই। তবে তারা এখানে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আছে।’

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সার্বিক পরিস্হিতিতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও পিসিবির সাথেও নিবিড়ভাবে যোগাযোগ রাখছে তারা। সংস্থাটি আগেই জানিয়েছে, তাদের ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানে অবস্থানকালে ক্রিকেটাররা যেন নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করতে বোর্ড পিসিবি এবং বাংলাদেশ হাইকমিশন উভয়ের সাথেই ঘনিষ্ঠভাবে কাজ করছে। এর বাইরে, বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে যাতে খেলোয়াড়দের সময়মতো এবং নিরাপদে পাকিস্তান থেকে বিদায় নেওয়ার জন্য সকল ব্যবস্থা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম আজ থেকে শুরু
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম আজ থেকে শুরু
এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ
এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা