• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাটুকারিতার থেকে সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে- মাহমুদুর

   ৮ মে ২০২৫, ০৪:৫১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের প্রথমে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৫ বছরে সিনিয়র সাংবাদিক নামধারী ব্যক্তিরাই চাটুকারিতার মাধ্যমে গণমাধ্যমের সবচেয়ে বেশি ক্ষতি ও ভাবমূর্তি ভূলুণ্ঠিত করে গেছেন। সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

মাহমুদুর রহমান আরো বলেন, আমার দেশ কারো চাটুকারিতা করবে না, সরকারের ভুলত্রুটি তুলে ধরতে কুণ্ঠাবোধ করবে না। এরই মধ্যে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমার দেশ। কোনো এলিট শ্রেণির গণমাধ্যম হবে না, গণমানুষের গণমাধ্যম হিসেবে আমার দেশ সবসময় ভূমিকা পালন করবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ, দ্যা ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, আসিফ শওকত কল্লল প্রমুখ।

প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ-এর সদস্য সচিব মিয়া হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা
ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা
স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
মাহফুজ আনাম স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা
নূরুল কবীর সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা