• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

   ৭ মে ২০২৫, ০৯:৩০ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি। নাহিদ ও রিশাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছে বিসিবি। 

বিসিবির ভাষ্য, “গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এই মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

‘‘বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।”

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের প্রাণ গেছে। সেই হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরেই। যুদ্ধের আবহ তৈরি হচ্ছিল দুই দেশেই। শেষমেশ তা-ই হয়েছে।

বুধবার রাতে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানোর কথা বলেছে ভারত। এই হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়েছে তারা। ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ভারতের দাবি এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

এমন উত্তেজনায় বাংলাদেশের দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে বিসিবি উদ্বিগ্ন। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে বিসিবি। 

এদিকে পাঁচ টি-টোয়েন্টি খেলতে আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই সফর অনেকটাই অনিশ্চয়তায় পড়ে গেল। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে সফর নিয়ে জানতে চাওয়া হয়েছিল। যদিও এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় বিসিবি। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান
এশিয়া কাপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ