টপ নিউজ
            
        রাজধানীর শান্তিনগরে ১০ তলা ভবনে আগুন
                                            
                                              
                                            ৫ মে ২০২৫, ০৭:২৭ পি.এম.
                                            
                                        
                                    
 
                                            
                                    
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে একটি ১০ তলা একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে রওনা হয়েছে আরও পাঁচটি ইউনিট।
সোমবার (৫ মে) সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, আজ সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। প্রথম ইউনিট ছয়টা ৫৮ মিনিটে পৌঁছায়। বর্তমানে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






