• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কারিগরি শিক্ষার উন্নয়ন

কাঠামোগত সংস্কার ও নতুন প্রযুক্তির ব্যবহার আবশ্যক -শিক্ষা উপদেষ্টা

   ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পি.এম.
শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক
শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেছেন, কাঠামোগত সংস্কার ও নতুন প্রযুক্তি উন্নত করার মাধ্যমে কারিগরি শিক্ষাকে যুগপযোগী করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। মূল ধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে’ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কারিগরি শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলিত, এক্ষেত্রে কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করে এ শিক্ষা ব্যবস্থাকে মিস্ত্রি বানানোর কারখানা বলা হয়। এই ধরনের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রেড ভিত্তিক শিক্ষকের বড় ধরনের ঘাটতি রয়েছে। অনেক শিক্ষিত বেকারের চাকরির ব্যবস্থা করা যাচ্ছে না। 

জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে যাওয়ায় তাদের আচরণগত পার্থক্য রয়েছে। সবার কাছ থেকে স্বাভাবিক আচারণ আশা করা যাবে না বলে মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, এক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে পাঠ দানে উৎসাহী করতে হবে। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নাসরিন আফরোজ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামীকাল থেকে সারাদেশে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আগামীকাল থেকে সারাদেশে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শিক্ষকদের গ্রেড উন্নীতর কোনো যুক্তি নেই : শিক্ষা উপদেষ্টা
শিক্ষকদের গ্রেড উন্নীতর কোনো যুক্তি নেই : শিক্ষা উপদেষ্টা
শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ