• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ব্যাগের সাথে নারীকেও টেনে নিয়ে গেল ছিনতাইকারী!

   ২৭ এপ্রিল ২০২৫, ০৭:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
শাড়ি পরা এক নারী ট্রলি ব্যাগ হাতে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার আসে। সেই চলন্ত প্রাইভেটকারের সামনের জানালা দিয়ে একজন ঝুঁকে পড়েন এবং সেই নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে টান দেন। এতে ব্যাগের সঙ্গে সেই নারীকেও টেনে-হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় প্রাইভেটকারটি। পরে ওই নারী ব্যাগটি ছেড়ে দিলে প্রাণে রক্ষা পান। কিন্তু সেই নারীর অবস্থা গুরুতর।

শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থলের পাশে থাকা একটি ভবনের সিসি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পাড়ে ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি সেই নারীকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন তা দেখে আশপাশে থাকা তিন ব্যক্তি ছুটে আসেন। তারা বিষয়টি বুঝে ওঠারও চেষ্টা করেন। প্রাইভেটকারটি টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ৫০ সেকেন্ড পর তিনি ঘটনাস্থলে ফিরে আসেন। এসময় তিনি চার ব্যক্তির সাথে কথা বলেন এবং তার হাঁটু-কনুইয়ের আঘাত দেখাচ্ছিলেন। তবে এ ঘটনায় সেই নারী প্রাণে বাঁচলেও কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা জানতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শনিবারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। তারা এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার
ঢাকার লালবাগে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে দশম শ্রেণির ছাত্রী
প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপাকে দশম শ্রেণির ছাত্রী