• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

জয় দিয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ

   ২৫ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
জয় দিয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৮-২৩ পয়েন্টে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুন কামব্যাক করে বাংলাদেশ। দুটি লোনাসহ ২১ পয়েন্ট আদায় করে নেয় শ্রাবণী, বৃষ্টিরা। এর ফলে জয়ের হাসি নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। আর পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল নেপাল।

এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপাল জয় পায় ৪১-১৮ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচ ২৯-২২ পয়েন্টে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জয় পায় ২৬-২৩ পয়েন্টে। চতুর্থ ম্যাচেও নেপালের সাথে সমান তালে খেলেছে বাংলাদেশ। কিন্তু ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় স্বাগতিক নেপাল। 

সিরিজে ব্যবধান কমানোর লক্ষ্যে নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। তবে প্রথমার্ধে গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের ৮ মিনিটে একটি লোনা পায় নেপাল। ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ৭ পয়েন্ট। 

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট আদায় করে নিতে থাকে বাংলাদেশ দল। লোনা পেয়ে নেপালকে পেছনে ফেলে শ্রাবণী, বৃষ্টিরা। লিড নিয়ে ম্যাচে এগিয়ে যেতে থাকে লাল সবুজের প্রতিনিধরা। ম্যাচে আরেকটি লোনা পেয়ে এক সময় আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশের কৌশলের কাছে পারে উঠেনি নেপাল। 

ভারতে আসন্ন বিশ্বকাপ কাবাডির আগে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক কাজে দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। 'এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপের আগে আমাদের কাজ করার কিছু জায়গা আমরা খুঁজে পেয়েছি। কার কোথায় সমস্যা আছে সেসব নিয়ে আমরা কাজ করব। এই সিরিজ শেষে আমরা আশা করতে পারি বাংলাদেশের সামনের রাস্তা খোলা। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পদকের সম্ভাবনা আছে। এই সিরিজ থেকে মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা বিশ্বকাপে কাজে দেবে। আমি মনে করি বাংলাদেশ ভালো একটা শেপে আছে। এখন নার্সিং করা দরকার।'

ভবিষ্যতে নেপালের সাথে কোন নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। 'আমি একটা মেসেজ আজ দিতে চাই ভবিষ্যতে নেপালের সাথে আমরা কোন নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। পরবর্তীতে নেপালের সাথে টেস্ট সিরিজ খেলি বা অন্য কোন দেশ সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলি সেটা  নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। সেক্ষেত্রে আমাদের সম্ভাবনার জায়গা কতটুকু আছে তা যাচাই করতে পারব।'

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের