• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির দাবি

নির্বাচন ঘোষণা ব্যত্যয়ের কারণ দেখছেন না সৈয়দ রিজওয়ানা

   ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, সেটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচনসংক্রান্ত যে ঘোষণা, সেটির ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন হয়।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে ৯০ দিন (তিন মাস) বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানায় জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন এই দলটি।

নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানো এবং নির্বাচন কমিশনের সংস্কারসংক্রান্ত এনসিপির দাবির প্রসঙ্গ টেনে একজন সাংবাদিক জানতে চান, এ ব্যাপারে সরকারের অবস্থান কী বা নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কথাবার্তা হয় কি না?

জবাবে উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে তো সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। তবে যেটা হলো, সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটি একটি রাজনৈতিক অবস্থান। এটি নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম।’

এ বিষয়ে ওই সাংবাদিক সম্পূরক প্রশ্ন করলে জবাবে রিজওয়ান হাসান বলেন, এনসিপির দাবিটি রাজনৈতিক দলের অবস্থান থেকে তাদের রাজনৈতিক দাবি। এনসিপি তার রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, কীভাবে নিষ্পত্তি করবে, এটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচনসংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি