উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে টানা তিন ম্যাচ জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার(১৭ এপ্রিল) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ক্যারিবীয়দের হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে টাইগ্রেসরা।
এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ছয় দল নিয়ে আয়োজিত বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে আছে বাংলাদেশ। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিগার সুলতানা জ্যোতিদের। ক্যারিবীয়দের মেয়েদের বিশ্বকাপের ত্রয়োদশ আসরের টিকিট পাবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলেও অবশ্য ক্ষতি নেই। শনিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। এমনকি শেষ দুই ম্যাচে হারলেও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে নিগারের দল।
দৌড়ে বাংলাদেশের পাশাপাশি টিকে আছে পাকিস্তান, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে দুইয়ে পাকিস্তান (+০.৮৫৬)। চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। তিন ম্যাচে এক জয় ও দুই হারে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২। বাছাই পর্বের শীর্ষ দুদল অংশ নেবে বিশ্বকাপে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে গড়াতে চলা ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮ দল।
এর আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের হারিয়েছে টিম টাইগ্রেস।
ভিওডি বাংলা/এম
ভারত বয়কট করায় লিজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তান
ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে অস্বীকৃতি জানানোয় ভারত …

এক ম্যাচ নিষেধাজ্ঞা মেসির জন্য ‘শাপেবর’—মাশচেরানো
মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে না খেলায় শাস্তি হিসেবে এক …

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের সময় ও ভেন্যু চূড়ান্ত!
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রস্তুতি চলছে পুরোদমে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও …
