নিকোল চুলিকের সঙ্গে এনসিপির বৈঠক শুরু


নিজস্ব প্রতিবেদক
মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের গুলশানস্থ বাসভবনে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে।।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তরুণদের নতুন দল হিসবে নির্বাচন নিয়ে ভাবনা এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কীভাবে দেশ পরিচালনা করবে তারা এ সম্পর্কে আলোচনা হবে। বৈঠকে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ছাড়াও তার সফরসঙ্গী মাইকেল অ্যান্দ্রেস কামেরাস, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূতমিগান বোলদিন অংশ নিয়েছেন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত রয়েছেন।
জুলাই সনদ একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই সনদ আসলে …

এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত …

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …
