• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

মিয়ানমারে আবারও ভূমিকম্প

   ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৮ এ.এম.

ভিওডি বাংলা ডেস্ক রিপোর্ট

ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনো সামলে উঠতে পারেনি মিয়ানমার। চলছে উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে দফায় দফায় কম্পন অনুভূত হচ্ছে দেশটিতে।
 
রোববার (১৩ এপ্রিল) ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার।
 
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। তাদের প্যারামিটার অনুযায়ী, রোববার সকালে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে কম্পনের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল)।
 
মান্দালয়ের ৯২ কিলোমিটার দক্ষিণে এবং মেইকটিলার ৩৪ কিলোমিটার দূরে উৎপত্তিস্থলের অবস্থান।
 
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র আরও জানিয়েছে, এসব তথ্য প্রাথমিক। তারা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে। বিস্তারিত তথ্য জানতে কর্মকর্তারা কাজ করছেন।
 
গত শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে মিয়ানমারে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রথম ধাক্কার পর একাধিক আফটার শক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এনসিএসের বার্তায়।
 
প্রসঙ্গত, ২৮ মার্চ দুপুরে মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪। এ ‍দুর্যোগে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেছে।
 
ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয় মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশ।
 
ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০