• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

   ২৯ মার্চ ২০২৫, ০৮:১৬ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

চার বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২ হাজার ৩৭৬ জন আহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মান্ডালায় মারা গেছেন ৬৯৪ জন। এছাড়া রাজধানী নেপিদোতে ৯৪ জন, কিয়াউক সে শহরে ৩০ জন ও সাগাইং অঞ্চলে ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সামরিক শাসনের কারণে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অনেকটা একঘরে হয়ে আছে। তারপরও, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতার জন্য এক বিরল আহ্বান জানিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।

এদিকে উদ্ধারকাজে সহায়তার জন্য শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের উদ্দেশে রওয়ানা দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী। তার মধ্যে চীনা উদ্ধারকারী দল ইতোমধ্যে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পৌঁছেছে। এখান থেকে সবচেয়ে ক্ষতির শিকার মান্ডালায় এবং নাইপিটাও শহরে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়। মারাত্মক এই ভূকম্পনের রেশ মিয়ানমারের দুই প্রতিবেশী থাইল্যান্ড ও বাংলাদেশেও পৌঁছেছিল। বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি না হলেও, থাইল্যান্ডে অন্তত নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী ব্যাংককে সাত দশমিক সাত মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভবন ধসে ৪৯ জন নিখোঁজ এবং ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

এদিকে মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, মিয়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০