• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইয়েমেনে তীব্র সংকটে ২ কোটি মানুষ

   ২৭ মার্চ ২০২৫, ০২:৫৩ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
১১ বছর ধরে যুদ্ধ চলছে মধ্যপ্রাচের দেশ ইয়েমেনে। গতকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দেশটির মানুষের দুর্দশা ক্রমেই বেড়ে চলেছে। প্রায় ২ কোটি মানুষের এখন মানবিক সহায়তা প্রয়োজন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এক দশকেরও বেশি সময়ের যুদ্ধে ৪৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তাদের আশ্রয় ও পর্যাপ্ত খাবার নেই। স্বাস্থ্য সুরক্ষা থেকেও বঞ্চিত তারা। এ ছাড়া নারী ও শিশুরা সহিংসতা ও অপুষ্টির ঝুঁকিতেও রয়েছে বলে জানিয়েছে আইওএম।

সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ বলেন, ‘ইয়েমেনের এই যুদ্ধ বিশ্ব সম্প্রদায়ের নজর থেকে সরে গেছে। কিন্তু যারা ইয়েমেনে আছে, তাদের দুর্দশা তো থেমে যায়নি।  

এ ছাড়া ইয়েমেনে হয়ে অন্য দেশে পাড়ি দেওয়ার আশায় যাচ্ছিলেন, তাদের অনেকেও আটকা পড়েছে। এই সংখ্যা ৬০ হাজার ৯০০ জন বলে জানিয়েছে আইওএম। তাদের পরিস্থিতি আরও খারাপ। 

ইয়েমেনের সংকটের শুরু ২০১১ সালে আরব বসন্ত থেকে। এর ধাক্কায় সৌদিপন্থী শাসক আলী আবদুল্লাহ সালেহর পলায়ন এবং ইরানপন্থী শিয়া হুতিদের রাজধানী সানা দখল ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা করে। আবদুল্লাহ সালেহর পতনের পর তাঁর ডেপুটি মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। 

ইয়েমেনের গৃহযুদ্ধ আর অভ্যন্তরীণ লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। ক্রমেই আঞ্চলিক লড়াই থেকে আন্তর্জাতিক আবহ লাভ করে। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপে ইয়েমেনে সংঘাত বাড়তে থাকে। সে বছর সৌদি নেতৃত্বাধীন জোট ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। ইয়েমেনে মূলত মার্কিন ও ইরানিদের যুদ্ধ চলছে। মার্কিনের পক্ষে প্রক্সি দিচ্ছে সৌদি আর হুতিদের পক্ষে দাঁড়িয়েছে ইরান। মাঝ থেকে দুর্দশায় পড়েছে ইয়েমেনের সাধারণ মানুষ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার