ক্রিকেটে ভারতের আধিপত্য কমাতে
সৌদির ৬ হাজার কোটি টাকার লিগ আসছে


ক্রীড়া ডেস্ক:
টেস্ট ক্রিকেট কদর হারিয়ে ফেলছে, এই অভিযোগ অনেক দিনের। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমার কারণেই এই অবস্থা। আর এতে সবচেয়ে বড় প্রভাবটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটিতে খেলতে মুখিয়ে থাকেন নামিদামি ক্রিকেটাররা। থাকবেনই বা না কেন? সবচেয়ে বেশি অর্থের ঝনঝনানি তো এই লিগটিতেই।
সব মিলিয়েই আইপিএলের সমকক্ষ কোনো লিগ এই মুহূর্তে নেই। ফলে ক্রিকেটে ভারতের দাপটও বেশি, আইসিসি থেকে তাদের আয়ও অন্য যেকোনো দেশের তুলনায় অনেকগুণ বেশি। বড় কয়েকটি দল বাদে বাকি সবাই রীতিমতো ভুগছে। এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য নিল ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল প্যাট কামিন্সের ম্যানেজার।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে দ্য এজ জানিয়েছে, ম্যাক্সওয়েল একটি পরিকল্পনা নিয়ে এক বছর ধরে কাজ করছেন। পরিকল্পনা অনুযায়ী গ্র্যান্ড স্লামের আদলে সৌদি আরবভিত্তিক একটি টি-২০ লিগ চালু করবেন তিনি। এতে ৫০০ মিলিয়ন ডলার, বা বাংলাদেশি টাকায় ৬ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে সৌদি আরবের এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস সংস্থা।
বছরের চারটি আলাদা সময়ে চারটি আলাদা দেশে এই প্রতিযোগিতা করার পরিকল্পনা। অর্থাৎ, টেনিসে যেমন বছরে চারটি গ্র্যান্ড স্লাম হয়, তেমনই বছরে চারবার এই প্রতিযোগিতা হবে। সেখানে বিভিন্ন দেশের দল খেলবে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও টুর্নামেন্ট থাকবে। সৌদি আরবে হতে পারে ফাইনাল। তবে কোন দেশের কতগুলো দল থাকবে তা এখনও জানা যায়নি।
এই লিগ তৈরির প্রধান দুটি উদ্দেশ্য রয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও দুর্বল ক্রিকেট বোর্ডগুলোকে আর্থিক সাহায্য করতে ব্যবহার করা হবে। তবে এই লিগ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। এই লিগের জন্য প্রথমে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছ থেকে অনুমতি লাগবে।
ভিওডি বাংলা/এম
কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
দক্ষিণ কোরিয়া এশিয়া তো বটেই বিশ্ব ফুটবলের পরাশক্তি। সেই কোরিয়ার …

মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগ
গত মে মাসে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনাপূর্ণ মৌসুম। তবে …

বাংলাদেশের মেয়েদের সামনে ইতিহাস গড়ার সুযোগ
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে দুর্দান্ত …
