গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান ফারুক
শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত


নিজস্ব প্রতিবেদক
ভারত কখনোই শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান ফারুক। মঙ্গলবার (১৮ মার্চ) পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।
হাসান ফারুক বলেন, ‘সরকারের প্রতি আমাদের দাবি ছিল গণহত্যার বিচার করবেন আর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন। কিন্ত সাত মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে অনেকটাই নমনীয়। এ কারণে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে এই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কিনা তা দেখতে হবে।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেছিলাম। কিন্তু সরকার এখনও নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়েছে। ১৭ মার্চ শেখ মুজিবুরের জন্মদিনে আওয়ামী লীগ বিভিন্ন জেলায় মিছিল বের করে। কেউ গ্রেপ্তার হয়নি।’
ভিওডি বাংলা/ এমএইচ
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল
রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে ‘ইতিবাচক’ বলে মন্তব্য …

জুলাই সনদ একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই সনদ আসলে …

এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত …
