বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী


ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তার আগমনের খবরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হয়েছিল ভক্ত-সমর্থকদের মিলনমেলায়।
সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট বিমানবন্দরে নামেন হামজা। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাতভর যাত্রা শেষে তিনি পৌঁছান মাতৃভূমিতে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে, সঙ্গে ছিলেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও।
হামজাকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে ছিল হাজারো মানুষের ভিড়। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই এসেছিলেন তার এক নজর পাওয়ার আশায়। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে, যা তার আগমনের মুহূর্তেই স্পষ্ট হয়ে উঠেছে।
এর আগে ব্যক্তিগত সফরে একাধিকবার বাংলাদেশে এলেও এবার এসেছে এক বিশেষ উপলক্ষে—প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তোলার জন্য। এই সফরে তার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করেই হামজা রওনা হন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে, যেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। পুরো এলাকা তার আগমনের আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে।
সেখানে একদিন কাটানোর পর মঙ্গলবার ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই ইংল্যান্ড-প্রবাসী ফুটবলার। সব ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে তার, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত।
ভিওডি বাংলা/এম
ভারত বয়কট করায় লিজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তান
ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে অস্বীকৃতি জানানোয় ভারত …

এক ম্যাচ নিষেধাজ্ঞা মেসির জন্য ‘শাপেবর’—মাশচেরানো
মেজর লিগ সকারের অলস্টার ম্যাচে না খেলায় শাস্তি হিসেবে এক …

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের সময় ও ভেন্যু চূড়ান্ত!
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রস্তুতি চলছে পুরোদমে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও …
